নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজারের সীমান্ত জনপদের টেকনাফে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার সব স্কুল ( উচ্চ বিদ্যালয়) শিক্ষা প্রতিষ্ঠান গুলো কে পেছনে ফেলে ৪১টি এ প্লাস বা জিপিএ-৫ পেয়ে এবারও উপজেলার শীর্ষ হলেন হ্নীলা উচ্চ বিদ্যালয়।
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ৪১টি এ প্লাস পেয়ে বিগত বছরের ন্যায় এবারও টেকনাফ উপজেলার শীর্ষ অবস্থান ধরে রেখেছে হ্নীলা উচ্চ বিদ্যালয়।
চলিত ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে ২৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। তৎমধ্যে ২৫৫ জন পাশ করলেও ০৮ জন ফলাফলে উত্তীর্ণ হতে পারেনি বলে জানাগেছে। তবে এদের মধ্যে ৪১জন এপ্লাস এবং ১১৩টি এ রয়েছে। যাদের পাশের হার ৯৬.৯৬%।
হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরুণ রাজনীতিবিদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, এই সাফল্যের পেছনে আমি বলব, অবশ্যই বিদ্যালয়ের শিক্ষকদের অনেক পরিশ্রম ছিল । পাশাপাশি আমিও সভাপতি হিসেবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সবসময়ই পড়ালেখার ঠিক করে করছে কিনা, নাকি শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিচ্ছে সে বিষয়ে সব সময় নজর রেখেছিলাম। তবে শিক্ষার্থীদের অভিভাবকরাও যথেষ্ট সহযোগিতা করেছে বলেই আমাদের স্কুলে এই অভূতপূর্ণ সফলতা অর্জন করছে ফলাফলে।
এই স্কুলের সাবেক শিক্ষার্থীরা জানান , সদ্য প্রকাশিত ফলাফলে ৪১ জন এ প্লাস পেয়ে ফলাফলে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় স্বীকৃতি পাওয়ার গৌরব আমরাও অনুভব করছি, সত্যি সত্যি আমরা আনন্দিত।
Leave a Reply