সংবাদ দাতা
টেকনাফের হ্নীলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ শফিকের মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধায় হ্নীলা ৬নং ওয়ার্ডের উলুচামরি এলাকায় উক্ত ঘটনা ঘটে। গাড়ির মালিক শফিক ওই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
শফিকের ভাই ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক জানান, আমার ভাই শফিক আছরের পরে উলুচামরি আমার মায়ের জমিতে চাষাবাদের কাজ দেখবাল করতে ওই এলাকায় যায়। হঠাৎ উলুচামরি এলাকার নাসির নামের এক যুবক একদল তাহার সাঙ্গোপাঙ্গ নিয়ে আমার ভাই শফিক কে অকথ্য ভাষায় গালিগালাজ করে, পরে তাহার ব্যবহারত মোটরসাইকেল টি ভাংচুর করেন বলে গণমাধ্যমে অভিযোগ করেন।
তিনি আরো জানান, আমি এ ঘটনার জন্য নাসির সহ তাহার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনির শান্তি দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত নাসিরের কাছে জানতে চাইলে তিনি জানান, তুমি তাদের কথা বিশ্বাস করিওনা, তাহারা নাকি আমার চাচত ভাইয়ের কাছে একজন শ্রমিক (গউর) ধরার জন্য এসেছিলেন। আমি শুনেছি তাহাদের সাথে শফিকের ঝগড়া হয়েছে। তবে এ অভিযান মিথ্যা বলে দাবি তার।
টেকনাফ মডেল থানার এস আই আবু সাঈদ জানান, ঘটনা শুনে আমি সরজমিনে গিয়ে রাতে গাড়ি ভাংচুর অবস্থায় উদ্ধার করে হ্নীলা চেয়ারম্যানের জিম্মায় দিয়ে এসেছি। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মনে হয় এগুলো তাদের মায়ের জমিনের বিষয়ে দুই পক্ষের বিরোধ।
Leave a Reply