নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে ২৪ নং রোহিঙ্গা শিবিরে অবৈধ সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে মোঃ জুবাইর(৩০) নামে এক রোহিঙ্গা শরণার্থী খুন হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পে উক্ত ঘটনা ঘটে। নিহত জুবাইর ওই ক্যাম্পের সি ব্লকের ১০৪নং শেড এর হাকিম আলীর ছেলে।
নিহতের ভাই আবুল বশর জানান, শুক্রবার রাতে আমার ভাতিজি রোনা আক্তার ও একই ক্যাম্পের কালা মিয়ার ছেলে সওকত উল্লাহ কে ক্যাম্পের টয়লেটে অনৈতিক অবস্থায় দেখে দুই জন কে বাহির থেকে তালা মেরে টয়লেটে আটকিয়ে রাখে মেয়ের স্বজনেরা। পরে ক্যাম্পে দায়িত্ব রত মেম্বার ও চেয়ারম্যান কে খবর দিলে তাহারা বিচার করবে মর্মে তাদের তালা খুলে দুই জন কে মুক্ত করে। সকালে ওই ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সওকত উল্লাহ তার দল বল নিয়ে রোনা আক্তারের চাচা মোঃ জুবাইর কে ছুরির আঘাত করলে ঘটনা স্থলে সে মারা যায় বলে নিশ্চিত করেন তাহার পরিবারের সদস্যরা।
ক্যাম্পে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ১৬ এপিবিএন পুলিশের পুলিশ সুপার জামাল পাশা জানান, ক্যাম্পে খুনের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে অভিযান চলমান রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, রোহিঙ্গা ক্যাম্পে খুনের খবর শুনে ঘটনা স্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
Leave a Reply