নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশী মদ ও ৪০ হাজার পিস ইয়াবা সহ তিন কারবারি কে আটক করেছে। বুধবার (৪জানুয়ারি) দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম।
আটকরা হলেন, উখিয়া রুমখাপালং হাতির ঘোনা এলাকার ছৈয়দ আলমের পুত্র জাহিদুল ইসলাম (২১) মোঃ সোলতানের ছেলে আব্দুল হামিদ (২১)ও লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি এফসিএন-২০৬৪৪৬ এর আব্দুল গাফফারের ছেলে আব্দুল আমিন (২৫), যাহার বর্তমান ঠিকানা টেকনাফ নাইট্যংপাড়া ১নং ওয়ার্ড।
ওসি জানান, মঙ্গলবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে হোয়াইক্যং ইউপির মনিরঘোনা সাকিনস্থ জনৈক সালেহ আহম্মেদ এর বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে তাদের আটক করেন। অপর ব্যক্তি কে টেকনাফ পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের অন্তরগত কে কে পাড়া সাকিনস্থ লামার বাজার টু ঝর্ণা চত্তর গামী রাস্তার পাশে অবস্থিত ছোট হাজী মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর হইতে আটক করা হয়।
তিনি আরো জানান, বিদেশী মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাদেরকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply