1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু নয়াবাজার ঘর পোড়া মামলায় আমির হামজা কে মিথ্যা ভাবে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে সাগরে দুই শিশু গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টার পর মৃতদেহ উদ্ধার জাতীয় মৎস্যজীবী সমিতি টেকনাফ উপজেলার সভাপতি- তৈয়ব, সম্পাদক- রহমত উল্লাহ টেকনাফ সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ জামেয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন হত্যাকান্ড কে পুঁজি করে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ : মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পরিবেশ সংরক্ষণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রী নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন সভাপতি ফরিদ সম্পাদক শামসুল আলম

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও টেকনাফ পৌর শাখার প্রধান কার্যালয় শুভ উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী,আলোচনা সভা ও টেকনাফ পৌর শাখার প্রধান কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন,টেকনাফ পৌরশাখার মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

ধর্ম বিষয়ক সম্পাদক মৌলনা আনসার উল্লাহ’র কোরআন তেলায়াতের মাধ্যমে মানবাধিকার কমিশন টেকনাফ পৌর শাখার নির্বাহী সভাপতি সন্তোষ কুমার শীল ও সাধারণ সম্পাদক শেখ হায়দারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর শাখার সভাপতি নুরুল হোসাইন।

প্রথমে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন মানবাধিকার কমিশন টেকনাফ পৌরশাখার নেতৃবৃন্দরা।

স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌরশাখার যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আজিজ উল্লাহ।

কক্সবাজারের সর্বোচ্চ আয়কর প্রদানকারী, বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌরশাখার নির্বাহী সদস্য ওমর ফারুক সেরা তরুণ কর দাতা-২০২২নির্বাচিত সিআইপি হওয়ায় তাকে সম্মাননা স্মারক হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাজ, সেরা তরুণ কর দাতা সিআইপি ওমর ফারুক,পৌর কাউন্সিলর লিলি আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,রেজাউল করিম রেজা।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি মোঃ রবিউল হোসেন, পৌর শাখার নির্বাহী সদস্য রেজাউল করিম শরীফ, সদস্য আনোয়ার রহিম আজাত, টেকনাফ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উম্মে ফরজানা শিমু, জসিম উদ্দীন, নারী নেত্রী রেহেনা আক্তার, মরিয়ম বেগম, আলমগীর আজিজ, ফরিদ বাবুল, জসিম উদ্দীন ইমন,নুরুল আবছার সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী বক্তবে বলেন,
মানবাধিকার সুরক্ষায় জনগণকে সচেতন করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদান ও ন্যায়বিচার নিশ্চিতে কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জনসাধারণ যেন তাদের অধিকার সম্পর্কে আরো বেশি সচেতন হতে পারে এবং কমিশনের কাছ থেকে সহায়তা পেতে পারে, সে লক্ষ্যে কমিশনকে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সামগ্রিক কার্যক্রম আরো জোরদার করার জন্যও তিনি আহ্বান জানান।

উদ্ভোধক টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম বক্তবে বলেন, মানবাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি আরো বলেন, আমি আশা করি মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে মানবাধিকার কমিশনসহ এবং যে কোন সহযোগীতা টেকনাফ পৌরসভার পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জমান বলেন, সরকারের পাশাপাশি মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত হলে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন হবে এবং দেশ উন্নত রাষ্ট্র হবার দৌড়ে আরো এগিয়ে যাবে।
মানবাধিকার কর্মীরা দেশের সম্পদ উল্লেখ করে তিনি আরো বলেন মানবাধিকার কর্মীর সংখ্যা বাড়াতে হবে এবং কর্মীদের মাধ্যমে সারা দেশের জনগণের মানবাধিকার সমুন্নত রাখার জন্য কাজ অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন,সমাজে পিতার সম্পত্তি পাওয়ার সকল নাগরিকদের অধিকার রয়েছে। যারা সম্পত্তি থেকে বঞ্চিত তাদের অধিকার পিড়িয়ে আনতে হবে। নাগরিক হিসেবে একটি রাষ্ট্র শৃঙ্খলা রয়েছে।
মানবাধিকার কর্মীর মাধ্যমে যে কোন মানুষ ক্ষয়ক্ষতি না হয়।

মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটেজিংয়ের বিরোদ্ধে প্রতিরোধের মাধ্যমে কথা বলতে হবে। টেকনাফ পৌরসভার অলিতে গলিতে বিভিন্ন রাস্তা খুবই সুন্দর কিন্তু পৌরসভার বাস-স্টেশনে ঢুকলে রাস্তা ভাঙ্গা হবার কারনে মন খারাপ করে খুবই দুঃখ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জমান ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী,আলোচনা সভা ও টেকনাফ পৌর শাখার প্রধান কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে কেক কেটে ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!