মোঃ আরাফাত সানি,টেকনাফ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে এনজিও সংস্থা এসিএফ কর্তৃক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহিবউল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও সংস্থা, রাজনৈতিক ব্যাক্তিবর্ণসহ সাংবাদিকবৃন্দ।
উক্ত অবহিতকরণ সভায় প্রকল্প পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তফা জামাল।
স্থানীয় জনগোষ্ঠীর কৃষি উন্নয়ন ও যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য ড্রাইভিং, ওয়্যেরিং, মোবাইল রিপেয়ার, এসি ফ্রিজ, ইলেকট্রনিকস কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি গ্রামে মহিলাদের মাঝে গ্রুপ তৈরি হবে। যেখানে তারা নিয়মিত সঞ্চয় করবে, বাড়ির উঠানে বা আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি রোপণের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনে উন্নতি করতে পারবে।
টেকনাফ উপজেলায় দায়িত্বে থাকা এসিএফ প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তফা জামাল বিস্তারিত আলোচনা শেষ করলে, উক্ত অবহিতকরণ সভার সভাপতি নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এই প্রকল্পের সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, রোহিঙ্গা আসার পর থেকে আমার টেকনাফের মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত। তাই টেকনাফে কর্মরত সকল এনজিও সংস্থা যে ঘোষিত বাজেট যথাযথ প্রয়োগ করে। পাশাপাশি স্থানীয়দের চাকরির অগ্রাধিকার দেওয়া হয়।
Leave a Reply