সংবাদ দাতা
গত কিছু দিন ধরে বিভিন্ন নিউজ পোর্টাল ও ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়গা-জমির সুত্র ধরে “মাদক কারবারি কর্তৃক সাংবাদিক নুরুল আলম সিকদার কে হত্যার হুমকি” শিরোনামে বেশ কয়েকটি অপপ্রচার আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যা দেখে আমরা অবাক ও আশ্চর্যান্বিত হয়েছি।
এই অপপ্রচারের প্রতিবাদে রাশেদের স্ত্রী হালিমা সাদিয়া ঝিনুক ও তার বাবা হাজী মোজাহের মিয়া গণমাধ্যম কে জানান, ঐ সমস্ত নিউজের ভেতরে সিকান্দরের ছেলে রাশেদ ও তার শাশুর মোজাহের মিয়া কে নিয়ে বিভিন্ন ধরণের করুচিপূর্ণ শব্দ ব্যাবহার করেছে যা অত্যান্ত ঘৃণ্য ও নিন্দনীয়। এই ধরণের অপপ্রচার এর তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।
মূলত, প্রকৃত ঘটনা হলো, মোহাম্মদ জুলফিকার আলম সিকদারের কাছ থেকে আমি সাদিয়া হালিমা ০.০৮৬৭ একর জমি ৯,০০০০০ (নয় লক্ষ
টাকা) দিয়ে ক্রয় করেছি। উক্ত ক্রয়কৃত জমিতে আমি আমার বসতভিটা করার জন্য বাউন্ডারির কাজ করতেছি। এমতাবস্থায়,মোছন আলী সিকদারের ছেলে নুরুল আলম সিকদার জায়গাটি তার বলে দাবি করে আমার কাছ থেকে ২ লাখ (দুই লক্ষ টাকা) চাঁদা দাবি করে। তার দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের হুমকি দমকি দিয়ে ২০০ (দুইশত) বস্তা
সিমেন্ট ও ০১ (এক) টন লোহা নিয়ে যায়। এরপর সিমেন্ট, লোহা নিয়ে যাওয়ার বিষয়টি আড়াল করতে তাকে হুমকি দেওয়া হয়েছে মর্মে আমার স্বামী রাশেদ ও আমার পিতা মোজাহের মিয়াকে মাদক কারবারি সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে মানহানি করতেছে।
এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরণের কোন ঘৃণ্যতম অপপ্রচার চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া।
প্রতিবাদকারী
হাজ্বী মোজাহের মিয়া,ও রাশেদের পরিবার।
হোয়াইক্যং ইউনিয়ন, টেকনাফ।
Leave a Reply