নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং- শামলাপুর ঢালার মধ্য খানের গহীন পাহাড়ের পাদদেশ থেকে মোহাম্মদ (২০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মশিউর রহমান লাশ টি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি পেশায় একজন অটোরিক্সা চালক, সে হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকার বাদশাহ মিয়ার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, গত ১২ জানুয়ারি অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরে আসেননি। এর পর হতে তার পরিবার তাকে পেতে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও কোনো সন্ধান মিলেনি । অবশেষে প্রায় ৯দিন পরে পাহাড়ে কাজ করতে যাওয়া কৃষক কেরা পাহাড়ে এক ব্যকাতির মৃতদেহ পাওয়া গেছে বলে জানা জানি করলে নিখোঁজ মোহাম্মদের পরিবার খবর পেয়ে ওই স্থানে এসে তার পরিচয় শনাক্ত করেন।
নিহতের চাচাত ভাই মোঃ নুর জানান, আমার ভাই কে ভাড়ার কথা বলে ৪জন অপহরণ কারি যাত্রী সেজে ৯দিন আগে হ্নীলা স্টেশন থেকে নিয়ে গেছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, আমরা ঘটনা স্থলে এসেছি। পরিবার মরদেহটির পরিচয় সনাক্ত করেছে। মরদেহ থানায় নিয়ে যাওয়ার প্রস্তুুতি নিচ্ছি ।
Leave a Reply