1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের দাবিতে বাড়িতে একসঙ্গে দুই তরুণীর অনশন! টেকনাফে যুগান্তরের প্রতিনিধি হত্যা চেষ্টা কারি সেই মাদক কারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা ক্যাম্প থেকে কিশোর অপহরণ! উদ্ধারে টেকনাফ মডেল থানায় অভিযোগ ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে টেকনাফে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত ছাত্রলীগ নেতার হাতুড়ির পিটুনিতে গুরুতর আহত ছাত্রদল নেতা হোয়াইক্যং লম্বাঘোনা চাকমা পাড়ায় “শিশু বান্ধব বাঁশের সাকো” নির্মাণ। হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের উদ্যোগে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুুতি সভা অনুষ্ঠিত দিল্লির লুটিয়েনস বাংলোয় আছেন শেখ হাসিনা ভিত্তিহীন মানহানিকর সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদে বিএনপি নেতা হেলাল যা বলেছেন। মিয়ানমারে ১৫ বছরে সাবেক এমপি বদি পাচার করছে ৯ হাজার কোটি টাকা!

টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার- বিদেশি মদসহ আটক -৪

  • আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪৫৬ বার পড়া হয়েছে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ানের পৃথক দু’টি অভিযানে ৪লাখ ১০হাজার পিস ইয়াবা, ১কেজি ৬৫গ্রাম আইস, ৩৫বোতল বিদেশী মদ ও ৪৩০ক্যান বিয়ার উদ্ধার করেছে। এ সময় চারজন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক পাচারকারীরা- মিয়ানমার মংডু বরগী গ্রামের শফিউর রহমানের ছেলে ওয়াজ করিম (২২), বুচিডং চিলডং গ্রামের আমির হাকিমের ছেলে মাহবুবুর রহমান (১৯), টেকনাফ হ্নীলা মোচনী ২৬ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা আনিছ আহমেদের ছেলে ফয়সাল (২০) ও বালুখালী ক্যাম্পের হোছন আহমদের ছেলে জসিম উদ্দিন (৩০)।
সোমবার ও মঙ্গলবার রাতে নাফনদীর জালিয়ারদ্বীপ ও টেকনাফ সদরের নাজির পাড়া বিওপিস্থ নামক স্থানে নাফ নদী সংলগ্ন এলাকায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে এ সব মাদক উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন, টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দু’টি কাঠের নৌকাও জব্দ করা হয়।
তিনি জানান- সোমবার রাতে নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান বাংলাদেশে ঢুকতে পারে এমন সংবাদের ভিত্তিতে  কৌশলগত অবস্থান নেয় ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির দুটি বিশেষ টহলদল। রাত ৮টার দিকে মিয়ানমারের থেকে একটি কাঠের নৌকা ঢুকতে দেখে বিজিবির টহল দল নৌকাটিকে থামার সংকেত দেয়। এ সময় চারজন পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটির পাটাতনে লুকায়িত পাঁচটি প্লাস্টিকের বস্তা খুলে ১কেজি ৬৫গ্রাম আইস, ১০হাজার পিস ইয়াবা, ৩৫বোতল মদ ও ৪৩০ ক্যান বিয়ার পাওয়া যায়।
অপরদিকে মঙ্গলবার টেকনাফ সদর ইউপি’র নাজির পাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আলো গুলা নামক এলাকা দিয়ে মাদক একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানেরা নাফ নদীর কেওড়া বাগানে অবস্থান করে। এ সময় সন্দেহভাজন ৫-৬ জন মাদক  কারবারি একটি কাঠের নৌকায় মিয়ানমারের থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। নৌকাটি শূন্যরেখা অতিক্রম করে নাফ নদীর তীরে আসলে বিজিবির টহলদল তৎক্ষণাত তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে অজ্ঞাতনামা মাদক কারবারীরা নৌকা থেকে লাফিয়ে কেওড়া বাগানের অভ্যন্তরে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলে তল্লাশী করে নদীর তীরে ৪টি বস্তা উদ্ধার ৪ লাখ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। তিনি আরো জানান- অবৈধ মাদক বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত দোষী ব্যক্তিদের সনাক্ত করণের কাজ চলছে এবং আসামিদের বিরুদ্ধে টেকনাফ থানায়  মামলা দায়েরের করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উক্ত বড় ইয়াবা চালানের মালিক টেকনাফ সদরের মৌলবী পাড়া এলাকার আত্মস্বীকৃত মাদক কারবারি আব্দুর রহমান ও একরাম গংয়ের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!