নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের বাহার ছড়া মেরিন ড্রাইভ সড়কের শীলখালী এলাকার বিজিবির অস্থায়ী চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে ১৩ হাজার পিস ইয়াবা সহ একটি প্রাইভেট কার জব্দ করেছে। এসময় পাচার কাজে জড়িত থাকার দায়ে মোহাম্মদ বেলাল উদ্দীন (৪০) কে আটক করেছে। সে সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়ার আব্দুল খালেকের পুত্র।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণ মাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের মেরিন ড্রাইভের শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা কক্সবাজারগামী একটি প্রাইভেট কার চেকপোস্টে পৌছলে তল্লাশী অভিযান চালায়। এসময় চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে কারের বাম পাশের চাকার মর্টার গেইটের ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা ১৩হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
তিনি আরো জানান, ইয়াবা ও জব্দকৃত কারগাড়ি সহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply