 
							
							 
                    
প্রেস বিজ্ঞপ্তি,
সারাদেশের ন্যায় সীমান্ত উপজেলা টেকনাফেও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উপজেলা প্রশাসন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (০৭ মে) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এর নির্দেশনায় ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখা উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান এর নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মোস্তাক আহমদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলাম।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ কেন্টিন এর হল রুমে সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আরাফাত সানী’র পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ইব্রাহিম মাহমুদ।
সভায় সাংবাদিকগণ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দ্রুত জাতীয় গণমাধ্যম সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
 
                                         
                                         
                                         
                                        
Leave a Reply