মো. আরাফাত সানি,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ বিজিবি
ব্যাটালিয়নের জওয়ানেরা পৃথক অভিযানে ২লাখ ৩০হাজার পিস ইয়াবা জব্দ করেছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (০৭ মে) টেকনাফ উপজেলার সাবরাং ও হ্নীলা কাঞ্জরপাড়া এলাকা হতে এসব মাদক জব্দ করা হয়েছে বলে সোমবার দুপুরে যায়যায়দিনকে নিশ্চিত করেছেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মহি উদ্দীন আহমদ।
অধিনায়ক জানান, মিয়ানমার থেকে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী ইসহাকের ঘের এলাকা দিয়ে ইয়াবার চালান প্রবেশ হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অনুমানিক রাত ৯টার দিকে নাফ নদী পার হয়ে দুই জন ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে সীমান্ত অভিমুখে আসতে দেখে তাদের ধাওয়া করে জওয়ানরা। ধাওয়ার মুখে বস্তা দুটি ফেলে পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বস্তা দুটি উদ্ধার করে ২লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের মহেষখালী গোদা এলাকা দিয়ে মিয়ারমার হতে ইয়াবা পাচারকালে দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি দেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। এই ঘটনায় বরাবরের মতো কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উভয় ঘটনায় পাচারকারীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং জব্দকৃত ইয়াবা পরবর্তিতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখস হয়েছে।
Leave a Reply