নাছির উদ্দীন রাজ টেকনাফ।
কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার গুলো কে তাদের বাড়ি ঘর পুনর্বাসন করতে সরকারের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮মে) বিকালে সেন্টমার্টিন দ্বীপে উক্ত সহায়তা প্রদান করা হয় বলে জানাগেছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এরফানুল হক চৌধুরী জানান, সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। আজকে ১৫ পরিবারকে ২ বান্ডিল টিন ও ৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে আরো ১শ ৮৫ টি পরিবারকে দেওয়া হবে।
এদিকে সহায়তা টিন ও টাকা পাওয়া স্থানীয় কয়েকজন উপকার ভোগী জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে দ্বীপ বাসীর জন্য যে সাহায্য দেওয়া হয়েছে তা নিয়ে আমরা খুশি। এ নিয়ে কিছুটা হলেও আমাদের বাসস্থান টুকু পুনর্নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ সহকারী কমিশনার (ভুমি)এরফানুল হক চৌধুরী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারীনাথ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সহ সরকারি- বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ।
Leave a Reply