নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ২২ ব্লক হতে অপহরণ হওয়া ৪ জন রোহিঙ্গা যুবক কে ৫লাখ টাকা মুক্তি পন দিয়ে মুক্তি দিয়েছে অপহরণ কারিরা। সোমবার রাতেই তারা মুক্ত হন বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। মুক্তি পন দিয়ে ফিরে আসা যুবকেরা হলেন, নূর হোসেনের ছেলে মোঃ ইউনুস (৩২), মোঃ রফিকের ছেলে মোঃ সুলতান (২৪),আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬) ও মোঃ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।
গত শুক্রবার ( ২জুন) সন্ধায় ২৫নং ক্যাম্পের ডি ব্লকের একটি দোকানে গল্প করার সময় পশ্চিমের পাহাড়ে অবস্থান রত ২০/২৫জনের দুর্বৃত্তের দল হঠাৎ অস্ত্রের মুখে জিম্মি করে ৫ জনকে অপহরণ করে নিয়ে যায়। মুক্তি পন দিতে অস্বীকার করায় এদের মধ্য থেকে শামসুল আলমের ছেলে জাহাঙ্গীর (১৬) কে শনিবার হাত কেটে নিজের মা- বাবার কাছে পাঠিয়ে দিলেও বাকী ৪জন কে মুক্তি পনের জন্য রেখে দিয়েছিল দুর্বৃত্তরা। পরে সোমবার ৫লাখ টাকার বিনিময়ে তাদের মুক্তি দেন বলে জানাগেছে।
এ বিষয়ে ১৬ এপিবিএন পুলিশের উপ অধিনায়ক জামাল পাশা (পুলিশ সুপার) জানান, তাদের কে উদ্ধার করা হয়েছে। তবে মুক্তিপনের বিষয়ে আমাদের জানান নাই।
Leave a Reply