কক্সবাজারের টেকনাফে ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিব উল্লাহকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর আভিযানিক দল। রবিবার (১ জুলাই) রাতে তাকে আটক করা হয়। আটক হাবিব উল্লাহ উপজেলার বাহারছড়া ইউপির নোয়াখালী পাড়া গ্রামের মকবুল আহম্মদের ছেলে। সেই আইন- শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলী পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
আজ কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) (সহকারী পুলিশ সুপার) মো. আবু সালাম চৌধুরী জানান, ১ জুলাই রাতে র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উপজেলার হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকা হতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ বছর ধরে গ্রেফতার এড়ানোর জন্য ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। বর্তমানে হ্নীলা মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব পাশে বসবাস করেছে বলে জানাযায়।
তার বিরুদ্ধে টেকনাফ মডেল সিআর নং-৩২৮/১৮, প্রসেস নং-১১৭/২২, এনআই অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় মামলা রয়েছে।
উক্ত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply