নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ কারিদের আস্তানায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্য কে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। আটকেরা হলেন, নয়াপাড়া রেজিঃ রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের সৈয়দ হোছনের ছেলে মোঃ সেলিম প্রকাশ ছলিম (৩৩) এবং ওই ক্যাম্পের এমআরসি-২৯৩৭১-সি, শেড-৫০৩/২,এর রশিদ আহমদের ছেলে মোঃ জসিম (১৯)। এসময় তাদের দেহ তল্লাশী করে ২টি এল,জি ও ২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পরে তাদের আস্তানা হতে কার্তুজের খোসা, লোহার শিকল, হেসকো ব্লেড, হাতুড়ি, প্লাস, রেত, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সীসা’র তৈরী জালের গুলতি (গুটি) এবং নীল রং এর কাপড়ের ব্যাগ উদ্ধার করে পুলিশ।
শনিবার (২২জুলাই) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মোঃ জোবাইর সৈয়দ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের শালবাগানের পানি শোধনাগারে পানি সরবরাহ করার জন্য ইঞ্জিন চালু করিতে গেলে এনজিও ফোরাম নামক বেসরকারী সংস্থার দুইজন কর্মী অপহরণের শিকার হন।
এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টীম ও স্থানীয় গ্রামবাসী সহ অপহৃতদের উদ্ধারে গহীন পাহাড়ে ডাকাতদের আস্তানায় তাৎক্ষণিক অভিযান করে অপহৃত ভিকটিম মোঃ হাছান (৫৫) ও মোঃ সাইফুল ইসলাম (১৯) দ্বয়কে উদ্ধার করে।
Leave a Reply