মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি ও র্যাব ১৫ পৃথক দৃ’টি অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় একজনকে আটক করা হয়।
রবিবার (২৭ আগস্ট) টেকনাফ সদরের নাজির পাড়া বিওপি’স্থ নাফ নদীর মোহনা ও সাবরাংয়ের মন্ডল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বরিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ ও কক্সবাজার র্যাব-১৫ এর সিঃ সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।
বিজিবি’র অধিনায়ক জানান, গোপন সংবাদ ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি’র একটি বিজিবি’র টহলদল বিভক্ত হয়ে বেড়ীবাঁধ -কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর ৬ জন ব্যক্তিকে ৪টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন হতে বাংলাদেশের অভ্যন্তরে মাঝেরকাঠি এলাকায় মাছের প্রজেক্টের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাদেরকে ধাওয়া করে। এ সময় কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায় এবং পাচারকারীরা পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের ব্যাগে ৪ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন রাতে উপজেলার সাবরাং ইউপির মন্ডল পাড়া এলাকায় র্যাব-১৫ এর আভিযানিক দল অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ মোহাম্মদ ইসমাইল নামের এক মাদককারবারীকে আটক করেছে। সে ওই এলাকার ৪ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সিঃ সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি জানান- টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ ইসমাইল নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসত ঘরের শয়ণকক্ষে খাটের নিচে সবুজ প্লাষ্টিকের বস্তার ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান – জব্দকৃত মাদক ও আটক আসামি’সহ টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply