মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে অভিযান চালিয়ে ৭৮ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক মহিলা মাদক কারবারী’কে গ্রেফতারকে গ্রেফতার র্যাব-১৫।
সোমবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউপি’র মন্ডলপাড়া এলাকার মোহাম্মদ আয়ুবের বসত বাড়ীতে কতিপয় ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে রহিমা খাতুন নামে একজন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসত ঘরের খাটের নিচে সাদা প্লাষ্টিকের বস্তার ভেতরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে ৭৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মহিলা মাদক কারবারীর রহিমা খাতুন স্বামী-মোহাম্মদ আয়ুব, মন্ডলপাড়া-সাবরাং।
তিনি আরও জানান, আটককৃত মহিলা মাদক কারবারী এবং পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক মজুদ করে আসছে। ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply