সংবাদ দাতা
কক্সবাজারের উখিয়ায় অরিজিন হাসপাতালের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়, গরিব, হতদরিদ্র, সু-চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ২ হাজারেরও বেশি হতদরিদ্র পরিবারের মাঝে ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়৷ প্রতিষ্ঠাবার্ষীকিতে সকাল ৮টায় খতমে কুরআনের মাধ্যমে বিশেষ দোয়া মুনাজাত করা হয়৷
দিনব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন অরিজিন হাসপাতালে প্রধান উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা কবী আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, অরিজিন হাসপাতালে চেয়ারম্যান মোহাম্মদ মুফিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ, সাবেক চেয়ারম্যান দরবেশ আলী আরমান, ডিরেক্টর রফিকুল ইসলাম, মোহাম্মদ ছিদ্দিক, নেয়ামত উল্লাহ মো হাশিম, আবুল কালাম ও সোলতান আহমদ।
অরিজিন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মুফিজ উদ্দিন বলেন, প্রতিবছরের মতো এইবছরও বর্ষপূর্তি উপলক্ষে মানবিক দিক বিবেচনা করে অসহায়, গরিব, হতদরিদ্র ও সু-চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এতে ২ হাজারেরও বেশি রোগীদের সেবা দেওয়া হয়েছে৷ তাছাড়া সকল পরীক্ষা-নিরীক্ষায় ৩৫% ছাড় দেওয়া হয়েছে৷
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখেন ডা. ইমু বড়ুয়া, ডা. এ.এস.এম. তৌহিদুজ্জামান, ডা. সাবরীনা মাহমুদ, ডা.মোহাম্মদ রায়হান জামিল৷ তাছাড়া বিকালে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগী দেখেন ডা. রবিউর রহমান রবি, ডা. আরিফা মেহের রুমী, ও ডা. সামিয়া কাসেম, ডা. এসএম শাহেদুল ইসলাম (শার্দুল), ডা. কানন বড়ুয়া ও ডা. মোহাম্মদ ফজলুল হক আকাশ।
উল্লেখ্য, সেপ্টেম্বরের ২০১৫ সাল থেকে উখিয়া উপজেলার কোট বাজার শহরে অরিজিন হাসপাতালের যাত্রা শুরু হয়৷ অরিজিন হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন ও মানসম্মত ওয়ার্ড সুবিধা, দক্ষ নার্স দ্বারা রোগীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান, উন্নত প্রযুক্তি সম্পন্ন অপারেশন থিয়েটার, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ও ২৪ ঘন্টা ফার্মেসী খোলা থাকে৷
Leave a Reply