নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
বহুল প্রতীক্ষিত প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সাথে আলোচনা, তালিকা যাচাই-বাছাই করতে বাংলাদেশে পৌঁছেছে মিয়ানমার সরকারের ৩৪ সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮ ঘটিকার সময় নাফ নদী হয়ে দুই কাঠের বোটে করে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ারস্থ বাংলাদেশ -মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে পৌঁছায় মিয়ানমারের প্রতিনিধি দল।
এসময় প্রতিনিধি দল কে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানান অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছু দৌজা।
পরে তাদের আর আর আর সি’র একটি বাসে করে টেকনাফে সড়ক ও জনপথ বিভাগের বাংলোতে আনা হয়। প্রতিনিধি দলটি সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন বলে জানা গেছে।
প্রতিনিধি দলটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে আলোচনার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কথা বলবেন। এসময় প্রতিনিধি দল, প্রত্যাবাসনের লক্ষ্যে দেয়া রোহিঙ্গাদের তালিকার যাচাই -বাছাই করবেন বলেও জানা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছু দৌজা জানান, রোহিঙ্গা প্রতিনিধিরা আজকে কত জনের সাথে কথা বলছেন তা বিকালে জানানো হবে।
Leave a Reply