1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা, গাঁজাসহ ছয় জন আটক: একটি সাম্পান নৌকা উদ্ধার  সিগারেটে বছরে রাজস্ব ফাঁকি ৫ হাজার কোটি টাকা দিন দিন নিধন হচ্ছে ঝাউবন হুমকির মুখে টেকনাফের উপকূলীয় অঞ্চল  জমি বিরোধের জেরে পরিকল্পিত ভাবে রাসেদকে হত্যার অভিযোগ  গহীন পাহাড়ে যুবকের অর্ধগলিত লাশ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্য সেবার বিকল্প নেই প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ পুলিশের এআইজি পদে পদোন্নতি পেলেন টেকনাফের কৃতি সন্তান সাইফুল্লাহ হোয়াইক্যং ও হ্নীলা নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্ব কাজী মুহাম্মদ নুরুল হক – জেলা রেজিস্ট্রার গোটা দেশ স্বৈরচারের কাছে অবরুদ্ধ ছিল টেকনাফে কর্মী সম্মেলনে: মাওলানা মুহাম্মদ শাহজাহান

সৌদির সঙ্গে মিল রেখে রাত পোহালেই চাঁদপুরে ঈদ

  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে এবারও আগাম ঈদ উদযাপন হচ্ছে। তার মানে সৌদি আরবসহ মধ্যপ্রচ্যে চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১০ এপ্রিল) এসব গ্রামের ধর্মপ্রাণ মানুষ ঈদ আনন্দে মেতে উঠবেন।

এর আগে গত ১১ মার্চ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন শুরু করেন এসব মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার আরো কয়েকটি গ্রামের বাসিন্দারা এ ধর্মীয় উৎসবে সামিল হচ্ছেন।

চাঁদপুরে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, এ দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মরহুম মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। তারপর থেকে সেই ধারা দেশের বিভিন্ন দরবার শরীফের পীরের অনুসারি এবং সচেতন মুসল্লিরা পালন করছেন। তিনি আরও জানান, সৌদি আরবে ঈদের চাঁদ দেখার জন্য খোঁজ খবর রাখছি।

এদিকে, সাদ্রা দরবার শরীফে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক একই সময় জেলার ফরিদগঞ্জ টোরামুন্সিরহাট বাজার জামে মসজিদেও অনুষ্ঠিত হবে। সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের সঙ্গে মিল রেখে প্রতিবছর রোজা পালন করছেন আনোয়ার হোসেন মামুন মুন্সি।

তিনি জানান, তার পরিবারের সবাই সারা দেশে অন্যদের চেয়ে এভাবে আগাম রোজা পালন করছেন। একই সঙ্গে ঈদও উদযাপন করবেন। মসজিদ কমিটির সভাপতি শামছুল আমিন জানান, ঈদের প্রস্তুতি নিতে এরইমধ্যে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিগত ১৯২৮ সালে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) প্রথমে তার নিজ গ্রামে এবং পরে তার অনুসারীরা এমন নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন করছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং মতলব উত্তর উপজেলা মিলিয়ে প্রায় অর্ধশত গ্রামে প্রায় শতাব্দিকাল ধরে এভাবে রোজা এবং ঈদ উদযাপন হচ্ছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!