সংবাদ দাতা
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউ এফ পি)’র অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়নাধীন স্কুল ফিডিং কর্মসূচির আওতায় টেকনাফ উপজেলার ৬৪ টি সরকারি এবং ৮টি কমিউনিটি পরিচালিত মোট ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে সৌদি সরকারের উপহার উচ্চ পুষ্টি সমৃদ্ধ “খেজুর বিতরন কর্মসূচি” শুরু হয়েছে। আজ ১৬ মে-২০২৪ উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব আবু নোমান মোহাম্মাদ আব্দুল্লাহ টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর হাতে (জন প্রতি) দুই কেজি করে (খেজুর প্যাকেট) দেয়ার মাধ্যমে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) স্কুল ফিডিং কর্মসূচির কক্সবাজার টিম প্রধান জনাব জর্জ সুমন কর্মকার, বিশ্ব খাদ্য কর্মসূচী’র কর্মকর্তা জনাব মোস্তফা আমীর ফয়সাল, জনাব মাসুম বিল্লাহ. এবং টেকনাফ হোস্ট, কক্সবাজার সকল ক্যাম্পএবং ভাসানচর ক্যাম্প স্কুল ফিডিং কর্মসুচির সম্মানীত প্রকল্প সমন্বয়কারী জনাব মো: জিয়াউল হক, টেকনাফ হোস্ট স্কুল ফিডিং কর্মসুচির প্রকল্প কর্মকর্তা জনাব মো; সাইফুল ইসলাম সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এইচ এম কামাল।
খেজুর বিতরন ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আবু নোমান মোহাম্মাদ আব্দুল্লাহ বলেন- ” স্কুল ফিডিং প্রকল্প কর্তৃক প্রদানকৃত প্রতিদিন এক প্যাকেট উচ্চ পুস্টি সমৃদ্ধ বিস্কুট বিতরন সহ বিদ্যালয় আঙ্গীনায় সবজি বাগান প্রতিষ্ঠা এবং খেজুর বিতরন কর্মসূচি সবগুলোই অত্র এলাকার কোমলমতি ছাত্রছাত্রীদের প্রয়জনীয় পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার গ্রহনে উদ্বুদ্ধ করবে বলে আমি আশাকরি। কোডেকের বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির এ সকল কর্ম প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে সৌদি সরকারকে এই অসামান্য উপহারের জন্য ধন্যবাদ জানাই।
এবং বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রোগ্রামের কক্সবাজার টিম প্রধান জনাব জর্জ সুমন কর্মকার, শিক্ষার্থীদের পুষ্টি সরবরাহ এবং সচেতনতা সৃষ্টিতে বিশ্ব খাদ্য কর্মসূচির সকল প্রচেষ্টাকে সমর্থন করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তৃতায় টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধন শিক্ষক এইচ এম কামাল দাতা সংস্থা ও বাস্তবায়নকারী সংস্থা (কোডেক) এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন প্রকাশ পূর্বক উপস্থিত ছাত্র ছাত্রী দের নিয়মিত বিদ্যালয়ে আসতে বলেন এবং নিয়মিত সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকদের প্রতি অনুরোধ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply