অনলাইন ডেস্ক :
যশোর সদর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ আলী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে বাহাদুরপুর তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি বাহাদুরপুরের আব্দুর রহমানের ছেলে।
পুলিশের দাবি, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
এদিকে পরিবার দাবি করছে, সদ্য সমাপ্ত যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত মোহাম্মদ আলী (৩০) যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলী মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে রাতে ওই এলাকায় খাওয়া দাওয়ার আয়োজন করেন। খাওয়া দাওয়া শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৪-৫ জন যুবক তাকে ধাওয়া করে ধরে মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. সুজায়েত জানান, হাসপাতালে আসার আগেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ###
Leave a Reply