আরাফাত সানি, ফারুকুর রাহমান: টেকনাফ।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০২৪ এর খেলা শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত হয়ে, উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আদনান চৌধুরি।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সৈয়দ সাফকাত আলী, আঃ লীগ নেতা মুক্তিযোদ্ধা জহির হোসেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, টেকনাফ মডেল থানা সাব ইন্সপেক্টর ফায়সাল মাহামুদ’সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়া প্রেমি নেতৃবৃন্দরা ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সৈয়দ সাফকাত আলী জানান, প্রতি বছরের ন্যায় এবছর ও সীমান্ত উপজেলা টেকনাফে শুরু হয়েছে বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। আজকে উদ্বোধনী ম্যাচে হোয়াইক্যং ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বাহার ছড়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলায় এক এক গোলে ড্র হওয়ায়, ট্রাইবেকারে জয় লাভ করে, বাহার ছড়া ইউনিয়ন ফুটবল একাদশ দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত হয় । পর্যায়ক্রমে একটি পৌরসভা সহ প্রত্যেক ইউনিয়ন উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আদনান চৌধুরি জানান, ক্রীড়ার উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মাঠ ও খেলোয়াড়দের মানোন্নয়নে কাজ করা হবে। তিনি আরো বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় টেকনাফে মাদকের ছড়াছড়ি রয়েছে। তাই যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে নানামুখী ক্রীড়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ছাত্র ও যুব সমাজকে মাদক ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। ###
Leave a Reply