1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, রোগীদের ভোগান্তি চরমে কক্সবাজারে বিজিবি সিও’র ইয়াবা ভাগাভাগি প্রধান উপদেষ্টার নিকট টেকনাফের সায়েম সিকদারের খোলা চিঠি ‎হ্নীলায় টমটম চলকের নি’খোঁ’জ ম’র’দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চলছে তর্কের লড়াই নয়া ফরম্যাটে হবে বিএনপির পেশাজীবী সংগঠনের কমিটি স্থানীয় ও দেশিয় লবণ চাষিদের বৈষম্য করা হলে জুলাই / আগস্টের বিপ্লবের কি প্রয়োজন ছিল- মানববন্ধনে বক্তারা যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা সহ আটক ৬ পাচারকারী স্বামী- স্ত্রী ২০ রাউন্ড গুলি সহ পুলিশের হাতে গ্রেফতার দল -মতের ঊর্ধ্বে বৈষম্য হীন ভাবে হ্নীলা বাসীকে সেবা দেওয়া আমার নৈতিক দায়িত্ব – ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী লিঙ্গ পরিবর্তন করাতে গিয়ে ভারতে ৫ বাংলাদেশি আটক

হ্নীলা মৌলভীবাজারের রবি, বশির সিন্ডিকেট র‍্যাবের জালে! মিললো ৮০ হাজার পিস ইয়াবা

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় কক্সবাজার র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ সদস্যদের জালে গ্রেফতার হয়েছে রবি আলম ও বশির আহাম্মদ সিন্ডিকেটের দুই মাদক কারবারি। তারা মৌলভীবাজার ২নং ওয়ার্ডে মুসলিমপাড়ার বাসীন্দা হাজী জানে আলমের ছেলে রবি আলম (২৭) ও নাজির হোসেনের ছেলে বশির আহম্মদ (৩৫)। রবিবার (১৪ জুলাই) দুপুরে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব ১৫ সূত্রে জানাগেছে, গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফের হ্নীলা ইউনিয়নস্থ ২নং ওয়ার্ডের মৌলভীবাজার (মুসলিমপাড়া) এলাকার জনৈক জানে আলম এর বসত ঘরের ভিতর কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্যসহ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুপুরে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের অপর এক সহযোগী কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়ের নিজ হাতে বের করে দেওয়া মতে একটি চটের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব -১৫ আরো জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা এবং পাঁচারের সাথে জড়িত বলে স্বীকার করেন। তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। তৎপরবর্তীতে বিভিন্ন জায়গায় মজুদ করে খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার জেলার স্থানীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সরবরাহ করে আসছিল বলে জানায়। উদ্ধারকৃত আলামত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

মৌলভীবাজারের স্থানীয় বাসীন্দারা জানায়, ২০ থেকে ৩০ জনের একটি সিন্ডিকেট ওই এলাকায় রয়েছে। যারা প্রতিনিয়ত পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে রাতের আঁধারে কৌশলে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে। পরবর্তীতে অনুসন্ধান করে তাদের নাম প্রকাশ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!