অনলাইন ডেস্ক:
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭ তম আসরের পর্দা নামবে ইংল্যান্ড ও স্পেনের ফাইনালের মধ্যকর ম্যাচ দিয়ে। এই আসরে প্রথমবার শিরোপা ঘরে তুলতে চাইবে বর্তমান রানার্স-আপ ইংলিশরা। অন্য দিকে রেকর্ড চতুর্থবার শিরোপার জয়ের অপেক্ষায় আছে স্প্যানিশরা।
[রোববার (১৪ জুলাই) বার্লিনের অলিম্পিয়াস্টেডিওনে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে স্পেন।
তিন বছর আগে ইতালির কাছে ফাইনালে পেনাল্টিতে পরাজিত হয়ে ট্রফি ঘরে তোলার স্বপ্ন ভঙ্গ হয়ে যায় হ্যারিকেন-বেলিংহামদের। এবার সেই ভুল করতে চায় না তারা।
কোচ লুইস ডি লা ফুয়েন্তের তারকা নির্ভর স্পেন দল ও গ্যারেথ সাউথগেটের প্রতিভাবান ইংল্যান্ড কেউ কারো থেকে কম নয়। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে স্পেন ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টানা দ্বিতীয় ইউরোর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড।
এবারের শিরোপা জিততে পারলেই ইউরোর ইতিহাসে স্পেনই সবচেয়ে সফল দল হিসেবে নাম লেখাবে। এক্ষেত্রে তারা জার্মানিকে পিছনে ফেলে এগিয়ে যাবে। জার্মান ও স্প্যানিশরা সর্বোচ্চ ৩টি করে ইউরো কাপ জিতেছে।
ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের নিজেদের প্রমাণে এবার আর কোনো কার্পন্য করতে চায় না। ইংলিশদের কাঁদিয়ে সেই রেকর্ড গড়তে পুরো স্পেন দল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।
বিদেশের মাটিতে ইংল্যান্ডের সিনিয়র দলটি কখনই বড় কোন টুর্নামেন্টের ফাইনালে খেলেনি। নিজেদের একমাত্র বিশ্বকাপ ১৯৬৬ সালে জিতেছিল ঘরের মাঠে। তবে ৫৩ বছর বয়সী সাউথগেট যদিও খেলোয়াড় ও কোচ হিসেবে স্পেনকে হারানোর অভিজ্ঞতা ইতোমধ্যেই সঞ্চয় করেছেন। ১৯৯৬ ইউরোর কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে ইংল্যান্ডের জয়ী দলটির সদস্য ছিলেন সাউথগেট। ২০১৮ সালে নেশন্স লিগে তার অধীনে ইংল্যান্ড ৩-২ গোলে জয়ী হয়েছিল। ###
Leave a Reply