টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ায় প্রদীপ আমলে বিতাড়িত ডাকাত স্থানীয় আব্দুস সালামের পুত্র ডাকাত রফিকের নেতৃত্বে (১৬ জুলাই) রাত সাড়ে ৮টারদিকে পাহাড়ি ডাকাত দলের ১০/১২জনের একটি গ্রুপ নেমে এসে লোকালয়ে হানা দেয়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে জড়ো হয়ে ডাকাত রফিককে ২টি অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আরো ৩৫/৪০জন ডাকাত এসে ডাকাত রফিককে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।
বর্তমানে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে স্থানীয় বাসিন্দা ইব্রাহীম নিশ্চিত করেন।
এদিকে ডাকাত রফিককে তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে যাওয়ার পর থেকে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে স্হানীয়রা জানায়। এছাড়া সে পাহাড়ে অবস্হান করেন বলে স্হানীয় সূত্রে জানা যায়। তার মা বাবা তাকে খাবার পৌছে দেন বলে এক স্হানীয় সূত্রে খবর পাওয়া যায়। তার মা বাবাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে ডাকাত রফিককে আটক করা সহজ হবে বলে অনেকে বলেন।###
Leave a Reply