সংবাদ দাতা
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নে
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, মিজেরিও এর অর্থায়নে দীর্ঘদিন যাবত হ্নীলা ইউনিয়ন এবং টেকনাফের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের জীবন মান উন্নয়নের জন্য স্থানীয় জনগণের ভেতর কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গত ( ১৩ আগস্ট) হ্নীলা ইউনিয়নের স্থানীয় ৩০ জন দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন সহ অন্যান্য উপকরণ বিতরণ করে।
এই ৩০ জন উপকারভোগী মাসব্যাপী টেইলারিং ও সেলাইয়ের উপর উত্তরণ সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ গ্রহণের পরে তাদের মাঝে এই সামগ্রীগুলো প্রদান করা হয়, যাতে এগুলো দিয়ে তারা তাদের আয় বৃদ্ধিমূলক কাজ করে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারে। এছাড়া উত্তরণ সংস্থাটি হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলাকার বিভিন্ন স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বেশ কিছু পরিবেশবান্ধব বনজ গাছ হ্নীলা ইউনিয়নসহ বিভিন্ন রাস্তার পাশে রোপন করে। উক্ত এ অনুষ্ঠান গুলিতে স্থানীয় উপকারভোগী, স্থানীয় জনপ্রতিনিধি , ৭ নং ওয়ার্ডের মেম্বার জামাল হোছন সহ স্থানীয় জনগণ এবং উত্তরণ সংস্থার কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
Leave a Reply