বিশেষ সংবাদ দাতা, হ্নীলা
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার শামশু আলম কে কারাগারে প্রেরণ করেছে পুলিশ । শনিবার (৫ অক্টোবর) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয় টি নিশ্চিত করেন।
গোপন সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে টেকনাফ শাপলা চত্বর ও ঝর্ণা চত্বর এলাকায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র – জনতা মিছিল করে। ওই সময় ছাত্র – জনতার উপর গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে ওই বাহিনীর উত্তেজিত সদস্যরা টেকনাফ পৌর শহরে অবস্থিত শহীদ আলী উল্লাহ শপিং কমপ্লেক্সে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর করে।
যেখানে অপরাপর হামলাকারীদের সাথে শামশু আলম মেম্বার প্রত্যক্ষ – পরোক্ষভাবে জড়িত ছিলেন বল মামলার আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ প্রসঙ্গে পত্রে উল্লেখ করা হয়েছে । ওই ঘটনায় মোহাম্মদ আব্দুল্লাহ বাদি হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা রুজু করেন। সে মামলায় কক্সবাজার র্যাব-১৫ সিপিসি-১ বিশেষ অভিযান চালিয়ে সাবরাং বাজার হতে গত ৪ অক্টোবর আটক করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেন। সে মামলায় তাকে পুলিশ আইনি কার্যক্রম সম্পন্ন করে কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
উল্লেখ্য সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার ও আত্মসমর্পণকারী ১০২ জনের এক জন।
Leave a Reply