নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইনশৃঙ্খলার নানা অবনতি মাদক, রোহিঙ্গা অনুপ্রবেশসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এতে সম্প্রতি উপজেলার সাবরাং ইউনিয়ন থেকে অস্ত্রসহ আটক হওয়া শহিদুল্লাহকে মিথ্যা ও ষড়যন্ত্রভাবে ফাঁসিয়ে গ্রেফতারের অভিযোগ তোলেন।
সোমবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী ও জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ বিএ ও স্থানীয় ইউপি সদস্য সেলিম বলেন, কোস্ট গার্ড কর্তৃক আটক শহিদুল্লাহকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে, প্রতিপক্ষরা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানিমূলকভাবে গ্রেফতার করায় বিষয়টি তদন্তপূর্বক উক্ত মিথ্যা মামলা থেকে শহিদুল্লাহ’র মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, গেল ২৮ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অস্ত্রসহ শহিদুল্লাহকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।
তবে পরিবারের দাবি, তিনি কোনো অবৈধ কার্যক্রমে জড়িত ছিল না, মূলত নৌ-ঘাটের সভাপতি হওয়ার পর তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে এবং মাদক অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে। আটকের আগেও অস্ত্র দিয়ে কোস্টগার্ড কর্তৃক আটক করিয়ে দিবে বলে হুমকি দিয়েছিল মাদক কারবারিরা। যারা অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান।
এ বিষয়ে সুষ্ঠু বিচার পেতে পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, কোস্ট গার্ড মহাপরিচালক, এনএসআই, ডিজিএফআই সদর দপ্তর, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply