1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাতারাতি সাংবাদিক হয়ে গেলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক, জানেনা পত্রিকার নাম, রয়েছে একাধিক মামলা বিজিবির পৃথক অভিযানে আটক হল ১২ মানব*পাচা*র কারি সহ ২ মাদ*ক কারবারি ১১ ভিক*টিম উদ্ধার মরিচ্যার পাগলির বিলে দুই ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক : এলাকায় আতংক  হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির মধ্যে দ্ব*ন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় আলোচনা সভা  কক্সবাজারের সমস্ত উপজেলা ব্যাপী মেটকো কোম্পানীতে সেলস ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে।  গভীর রাতে নাফ নদীতে ২বিজিবির রুদ্ধ*শ্বাস অভিযানে ২ লাখ ৪০ হাজার ই*য়া*বা উদ্ধার। দায় এড়াতে থার্ডক্লাস ব্লেইম: নির্দিষ্ট একটি উপজেলাকে টার্গেট করে দোষ লোকানোর অপচেষ্টাকে থুথু দিই! – মোরশেদ টেকনাফের মানুষের উপর মিথ্যা*চার সম্পূর্ণ ষড়*যন্ত্র, তী*ব্র নি*ন্দা ও প্রতি*বাদ জানিয়েছেন টেকনাফের সন্তান নাছির উদ্দীন রাজ টেকনাফ প্রেসক্লাব পরিদর্শন করেছেন বিএনপি নেতা জাহেদুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ আব্দুল্লাহ  কথা-কাটাকাটির ঘটনা ডা*কা*তি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্যাখ্যা ও প্রতি*বাদ জামালের

হোয়াইক্যং লম্বাঘোনা চাকমা পাড়ায় “শিশু বান্ধব বাঁশের সাকো” নির্মাণ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ওমর ফারুক, টেকনাফ

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি ঝুঁকিপূর্ণ বাশেঁর সেতুর কারণে এলাকার শিশুরা অনেক কষ্ট করে পারাপার হয়ে স্কুলে যেত। এলাকার লোকজন তাদের খাবার পানি, কৃষি কাজ ও অন্যান্য নিত্য কাজ গুলো এই ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে অনেক কষ্ট করে করতে হত। গত ২৯ আগষ্ট বিটা এর লম্বাঘোনা ইয়ুথ ক্লাব বিষয়টি তাদের নিয়মিত সভায় নজরে আনেন । তারা এলাকার শিশু সুরক্ষার কমিটি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে একটি “শিশু বান্ধব বাঁশের সাকো” নির্মাণ এর উদ্যোগ গ্রহণ করার জন্য প্রস্তাব প্রদান করেন। যার ধারাবাহিকতায় বিটা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ইয়ুথ ক্লাবের সদস্যরা শিশু বান্ধব বাঁশের সাকো নির্মাণ করতে সক্ষম হয়।

বৃস্পতিবার ( ২৪ অক্টোবর) এই বাঁশের সাকোর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, হাড়ি ভাঙা খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার আবুল হাশেম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লম্বাঘোনা এলাকার হেডম্যান চথাইন চিং তংচঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি চালাপ্রু চাকমা। শিশু সুরক্ষা কমিটির সদস্য মংকওএই তংচঙ্গ্যা এবং মো.ওমর ফারুক সৌরভ-শিশু সুরক্ষা বিশেষজ্ঞ -সেভ দ্য চিলড্রেন এবং মো. ইব্রাহীম-প্রকল্প ব্যবস্থাপক- শিশু সুরক্ষার প্রকল্প। ইয়ুথ ক্লাবের সদস্য রোমিও এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বিটা ইয়ুথ ক্লাবের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং বিটা কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিশুরা দলীয় নৃত্য, একক নৃত্য এবং গান পরিবেশন করে। পরে হাড়ি খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় এলাকার মানুষ আনন্দময়ভাবে অংশগ্রহণ করেন। শিশু বান্ধব বাঁশের সাকো নির্মাণে সহায়তাকারী কয়েকজন অভিভাবক, নৃত্য ও গানে অংশগ্রহণকারী এবং হাড়ি খেলায় হাড়ি ভাঙা অংশগ্রহণকারী ব্যাক্তিদের পুরস্কার প্রদান করা হয়। উক্ত শিশু বান্ধব সেতুর ফলে এলাকার শিশুরা ঝুঁকি মুক্ত হয়ে নিরাপদ চলাচল করছে এবং এলাকাবাসী সকল নিত্যকাজ সহজভাবে নিরাপদে করতে পারছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!