মো. আরাফাত সানি, টেকনাফ
কক্সবাজার টেকনাফে র্যাব অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ আমিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া কর্মকর্তা মো. কামরুজ্জামান।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার অপর এক সহযোগী মাদক কারবারি কৌশলে পালিয়ে যায় বলেও জানান।
গ্রেফতারকৃত মাদক কারবারি সাবরাং ইউপির ২নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলাম ছেলে মো. আমিন।
তিনি আরও জানান- ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার বাম হাতে থাকা শপিং ব্যাগে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে এজন্য সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামীর সাথে যোগসাজশে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত মাদক সহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।###
Leave a Reply