পর্ব-১
আরাফাত সানি/ফারুকুর রাহমান, টেকনাফ
কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে র্যাব অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার হয়েছে।
আটককৃত মাদক কারবারী উপজেলা সাবরাং ইউপি শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহ’র ছেলে মোঃ শফিক উল্লাহ (৩০)।
শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান।
তিনি জানান- টেকনাফ র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে মোঃ শফিক উল্লাহ নামে উক্ত মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং আরো ৩/৪ জন মাদক কারবারী দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে বিধি মোতাবেক তল্লাশী করে তেলের গ্যালনের ভিতর থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী তার নাম-ঠিকানা প্রকাশসহ সাথে থাকা অন্যান্য সহযোগীদের তথ্যাদি র্যাবের আভিযানিক দলের নিকট প্রদান করে।
তিনি আরও বলেন- গ্রেফতারকৃত মাদক কারবারী এবং পলাতক মাদক কারবারীরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন পন্থায় অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে মর্মে জানায়।
পালিয়ে যাওয়া পলাতক আসামিরা হলেন- শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুর বশর (৩৬) ও রেজাউল করিম (২৯)। একই এলাকার নূর সালাম (প্রকাশ) ম্যইন্না, ও ম্যইন্না মাঝির ছেলে আব্দুর রহমান (২০) নূর সালাম (প্রকাশ) মইন্যা মাঝি (৪০)।
উল্লেখ্য যে, উক্ত এলাকার মাদক কারবারিদের একটি বিশাল সিন্ডিকেট প্রতিনিয়ত মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান ওই সীমান্ত এলাকা দিয়ে ফিশিং ট্রলার যোগে প্রবেশ করান, তাঁরা হলেন, শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার কবির আহম্মদের ছেলে বেলাল, নুরুল আমিনের ছেলে হেলাল উদ্দিন, নুরুল ইসলামের ছেলে মাহমুদুর রহমান (মাদু), আব্দুল কুদ্দুসের ছেলে নুরুল আমিন (প্রকাশ) নুরু, মৃত অলি আহম্মদ ফকিরের ছেলে আজগর আলী, মৃত আহম্মদ শফির ছেলে নজির আহম্মদ, নজির আহম্মদের ছেলে আতিকুর রহমান, মৃত মনু মিয়ার ছেলে সেলিম, ডাঙর পাড়ার সোনা মিয়া, জালিয়া পাড়ার সামশুল আলম ওরফে শামিম, ডাঙ্গর পাড়ার ছৈয়দের ছেলে আব্দুল করিম, সুলতানের ছেলে সাহাব মিয়া, মোক্তার আহমদের নুর মোহাম্মদ নওদু।
চলবে…
Leave a Reply