মোহাম্মদ ইউনুস অভি, স্টাফ রিপোর্টার
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভিতে টেকনাফ উপজেলা (অনলাইন) প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংবাদকর্মী নোমান অরুপ।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয়ে এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মো. আশফাক উদ্দিন এ নিয়োগ পত্র তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনটিভির জিএম ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু ও এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফখরুদ্দিন আহমেদ জুয়েল।
তিনি ২০১৯ সাল থেকে সাংবাদিকতার মহান পেশায় সংবাদকর্মী হিসেবে লেখালেখি শুরু করেন। তিনি কক্সবাজারের জনপ্রিয় মাল্টিমিডিয়া দ্য টেরিটোরিয়্যাল নিউজ -টিটি এন ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজার বার্তা’য় কর্মরত রয়েছেন।
এছাড়া এনটিভির অনলাইন মিডিয়ায় টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় এনটিভির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।###
Leave a Reply