বিশেষ প্রতিবেদক, টেকনাফ ৭১
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল টেকনাফ উপজেলা শাখার আওতাধীন টেকনাফ সদর ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (০৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল টেকনাফ উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার স্বাক্ষরিত প্যাডে উক্ত কমিটিতে রসিদ আহমদ আনো’কে আহ্বায়ক ও মোহাম্মদ বেলালকে সদস্য সচিব করে আগামী ৩ মাসের মধ্যে ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করে সম্মেলন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
নতুন কমিটি’র নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে উপজেলা সভাপতি জালাল উদ্দীন বলেন- আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও ঐক্যবদ্ধ থেকে উক্ত কমিটি সকল আন্দোলন সংগ্রামে রাজপথে অংশগ্রহণ করতে হবে। তিনি নতুন আহ্বায়ক কমিটিকে খুব দ্রুত সময়ে বিএনপির নেতাকর্মীদের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি করার আহ্বান জানান।###
Leave a Reply