• ফারুকুর রাহমান টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে মুরগি বিক্রি করা পাওনা টাকা খুঁজতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাথি কিল ঘুসির আঘাতে দিদারুল আহম্মদ (৫৫) নামক একজন ব্যক্তি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ।
নিহত ব্যক্তি হলেন, টেকনাফের হোয়াইক্যং মনিরঘোনা ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দার মৃত আব্দুর সুবাহানের ছেলে মৃত দিদারুল আহম্মদ (৫৫)।
সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফের হোয়াইক্যং মনিরঘোনা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে বলে এমন তথ্য নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মোজাহার।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, টেকনাফের হোয়াইক্যং মনিরঘোনা এলাকায় বাসিন্দার দিদারুল আহম্মদ মুরগি ব্যবসায়ী হোয়াইক্যং উলুবুনিয়া এলাকার বাসিন্দার মো. আবুল হাসেমের কাছ থেকে বাকিতে কয়েকদিন আগে মুরগি ত্রয় করেন। সোমবার দুপুরে মনিরঘোনা রাস্তার মাথায় দেখতে পাইলে দিদারুল আহম্মদ এর কাছ থেকে বাকি টাকা খুঁজতে গিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মুরগী ব্যবসায়ী আবুল হাসেম দিদারুল আহম্মদের বুকে লাথি কিল ঘুসি মারলে ঘটনাস্থলে লুটে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পালংখালী এনজিও ভুক্ত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply