• ফারুকুর রাহমান টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মোহাম্মদ নুরুল মোস্তফা নামক এক যুবককে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তি হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী স্কুল পাড়া এলাকার বাসিন্দা মৃত ফরিদ আহম্মদের ছেলে মোহাম্মদ নুরুল মোস্তফা (২৫)।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী স্কুল পাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়েছে বলে এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন।
পুলিশের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিআর ৯৩৪/১৭ এর ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মোহাম্মদ নুরুল মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply