1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচ্যার পাগলির বিলে দুই ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক : এলাকায় আতংক  হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির মধ্যে দ্ব*ন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় আলোচনা সভা  কক্সবাজারের সমস্ত উপজেলা ব্যাপী মেটকো কোম্পানীতে সেলস ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে।  গভীর রাতে নাফ নদীতে ২বিজিবির রুদ্ধ*শ্বাস অভিযানে ২ লাখ ৪০ হাজার ই*য়া*বা উদ্ধার। দায় এড়াতে থার্ডক্লাস ব্লেইম: নির্দিষ্ট একটি উপজেলাকে টার্গেট করে দোষ লোকানোর অপচেষ্টাকে থুথু দিই! – মোরশেদ টেকনাফের মানুষের উপর মিথ্যা*চার সম্পূর্ণ ষড়*যন্ত্র, তী*ব্র নি*ন্দা ও প্রতি*বাদ জানিয়েছেন টেকনাফের সন্তান নাছির উদ্দীন রাজ টেকনাফ প্রেসক্লাব পরিদর্শন করেছেন বিএনপি নেতা জাহেদুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ আব্দুল্লাহ  কথা-কাটাকাটির ঘটনা ডা*কা*তি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্যাখ্যা ও প্রতি*বাদ জামালের তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন আচারের প্যাকেটে লুকানো ইয়াবাসহ টেকনাফে মঞ্জুর আটক

ইউএনও’র প্রচেষ্টায় ফিরে পাচ্ছে টেকনাফের ২০ হাজার ” ভালনারেবল উইমেন বেনিফিট “( VWB) বরাদ্দ করা কার্ড। 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ টেকনাফ।

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ” ভালনারেবল উইমেন বেনিফিট ” ( VWB)  কার্যক্রমের আওতায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার জন্য ৪০ জাহার বিশেষ ভাবে বরাদ্দ দেওয়া ( VWB) কার্ড প্রয়োজনের  নিরিখে অন্য উপজেলায় হস্তান্তর বিষয়ে বাস্তবায়ন  যাচাইয়ের লক্ষ্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে গঠিত ১০ সদস্যদের তদন্ত টিম টেকনাফ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তদন্ত টিম টি টেকনাফ উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এর আগে সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের হল রুমে নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সহ জনপ্রতিনিধি ও আগত প্রতিনিধি টিমের সাথে উক্ত বিষয়ে দীর্ঘ সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে টিমের প্রধান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দীন খলিফা সহ প্রতিনিধি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন উক্ত ( VWB) বরাদ্দ এখানে প্রয়োজন এমন প্রশ্নে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন উত্তরে জানান,

২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গা আসার ফলে টেকনাফের মানুষের জন জীবনে প্রচুর প্রভাব পড়েছে। টেকনাফের যে মানুষেরা কর্ম করে জীবন – জীবিকা নির্বাহ করত তা সব কিছুর অনেকটা রোহিঙ্গাদের দখলে চলে গেছে। স্থানীয়দের অধিকাংশ জমির ওপর রোহিঙ্গারা বসবাস করায় চাষাবাদে প্রভাব পড়েছে। শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে, নাফ নদীতে মাছ শিকার করতে সমস্যা , অপহরণ কারিদের কারণে স্থানীয় মানুষের পাহাড়ের পাদদেশ কেন্দ্রিক সকল চাষাবাদ দীর্ঘ দিন ধরে বন্ধ, মিয়ানমারের অভ্যান্তরিন সংঘাতের কারণে টেকনাফ স্থল বন্দর ও তেমন চলছেনা, যাতে ব্যবসায়ী ও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত , টেকনাফের করিডোর বন্ধ, এমন অবস্থায় টেকনাফের মানুষের জনজীবনের জন্য আপনাদের পক্ষ হতে দেওয়া ” ভালনারেবল উইমেন বেনিফিট ” ( VWB) কার্ড বা কার্যক্রম টি টেকনাফ উপজেলার জন্য অতিব গুরুত্বপূর্ন।

যদি রোহিঙ্গাদের মানবতার সার্থে স্থানীয়রা রোহিঙ্গাদের এত সহযোগিতা করার পরেও সে বরাদ্দ থেকে উপজেলার মানুষ বাদ পড়ে যায়, তহলে ভবিষ্যতে কর্ম ও খাদ্য অভাবে  অপরাধ প্রবনতা বাড়তে পারে। তাই এ সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরো জানান,  বৈঠকে তাদের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে, তাহারা আমাদের টেকনাফের মানুষের মনের আকুতি,  অভাব অভিযোগ সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রতিনিধি টিম ” ভালনারেবল উইমেন বেনিফিট ” ( VWB)  কার্যক্রমের সহায়তা অব্যাহত রাখতে আশা প্রকাশ ও আশ্বস্ত করেন ।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আলী জানান, রোহিঙ্গা আসার পরে আমরা হোস্ট কমিউনিটি বা স্থানীয়রা যে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তার তুলনায় ওই ”  ভালনারেবল উইমেন বেনিফিট ” ( VWB) সহযোগিতা আমাদের জন্য অপ্রতুল। তবুও আমরা আমাদের পক্ষ থেকে স্থানীয়দের জন্য আরো বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছি। প্রতিনিধি টিমের প্রধান আমাদের কথা শুনেছেন। এবং আমাদের আশ্বস্ত করেছেন ওই সহযোগিতা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করবেন।

উল্লেখ্য গত ১৭ মার্চ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মবিতা-২ অধিশাখার উপ সচিব এলিশ শরমিন সাক্ষরিত এক অফিস আদেশের বার্তায় টেকনাফ – উখিয়ায় ৪০ হাজার বিশেষ ভাবে বরাদ্দ দেওয়া ( VWB) কার্ড প্রয়োজনের  নিরিখে অন্য উপজেলায় হস্তান্তর বিষয়ে বাস্তবায়ন  যাচাইয়ের লক্ষ্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে গঠিত ১০ সদস্যদের তদন্ত কমিটি কঠন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!