আন্তর্জাতিক ডেস্ক ;
পরিবারকে নিয়ে সময় কাটাতে মালিবুর শান্ত সমুদ্রের তীরে গিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছুটি কাটাতে গিয়েই বিপত্তি। বিচে চেয়ারে বসেছিলেন বাইডেন। আচমকাই চেয়ার নিয়ে বিপাকে পড়েন তিনি।
চেয়ার ঠিক করতে গিয়ে পড়ে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ছেলে হান্টার বাইডেনের বাড়ির কাছে সমুদ্র সৈকতে গিয়েছিলেন তিনি। সেখানেই চেয়ার ঠিক করতে গিয়ে পড়েই গিয়েছেন বাইডেন।
জানা গিয়েছে, চেয়ারের পা খোলার চেষ্টা করছিলেন তিনি। আচমকাই টাল সামলাতে না পেরে হাঁটুতে ভর দিয়ে চেয়ার খোলার চেষ্টা করেন তিনি। চেয়ার খুলতে সক্ষম হলে বসেন তিনি। এরপর সেই চেয়ারে বসেই নিলেন সানবাথ। তার সঙ্গে ছিলেন পাশে ছিলেন তার স্ত্রী জিল বাইডেন, আর নাতি-নাতনি ফিনেগান ও বেউ বাইডেন জুনিয়র।
বাইডেন সবচেয়ে বেশি ছুটি কাটানো মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে একজন। নিজের ১ হাজার ৪৬৩ দিন ছুটির মধ্যে ৫৭৭ দিন ছুটি কাটিয়েছেন তিনি। এর মধ্যে সেন্ট ক্রয়িক্স, নানটাকেট, রেহোবথ বিচে তিনি ছুটি কাটিয়েছেন। আগেও এমনই একটি ছবি ভাইরাল হয়েছিল। বিচে হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলেন। সেই সময় প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্ট কি সুস্থ? সেই সময় সুস্থ থাকার কথা বলা হলেও সম্প্রতি তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে। পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে বিপদে পড়েছেন তিনি।
বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট হিসেবে তার গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তে অন্যরা হস্তক্ষেপ করেছেন। বাইডেন বলেছিলেন, তাকে মানসিকভাবে অক্ষম মনে হলেও তিনি ঠিক রয়েছেন।###
Leave a Reply