নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, উখিয়া-টেকনাফের অবহেলিত নারী সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে তাদের কে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় এনে নারী সম্পদে পরিনত করতে হবে। যাতে তারা সমাজে অবহেলিত না থেকে দেশের সম্পদে পরিনত হয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ শাখার আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, গণমানুষের দাবির প্রেক্ষিতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির কর্মীরা রয়েছেন। আগামীতে বিএনপিকে ভোট দিলে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।
তিনি বলেন, উখিয়া টেকনাফের উন্নয়নের জন্য আমি বন্দর, করিডোরসহ নানা উদ্যোগ নিয়েছিলাম, যা আজ বন্ধ হয়ে গেছে। হোয়াইক্যং-মহেশখালীপাড়া এই সড়ক নির্মাণে আমার অবদান ছিল। কিন্তু দুঃখের বিষয় এখনো সেই সড়কের কোনো উন্নয়ন হয়নি। আমি এমপি হই বা না হই, এই এলাকার মানুষের ন্যায্য দাবির পক্ষে সবসময় পাশে থাকব। প্রতিটি মা-বোন যেন আত্মনির্ভরশীল হতে পারেন, সে জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলব।যাতে সমাজের মধ্যে নারীরা মাথা উচুকরে দাড়াতে পারেন।
সাবেক এই হুইপ বলেন, আমি চারবার এমপি ছিলাম, কিন্তু কখনো নিজের জন্য কিছু করিনি। সব করেছি দেশের মানুষের জন্য। কারো ওপর জুলুম করিনি, অন্যায় করিনি এমন কেউ নেই যে এসব অভিযোগ তুলতে পারবে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও কেউ পারবে না।
বৈঠকে আরও বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. উসমান গনী, প্রবীণ বিএনপি নেতা আবু সিদ্দিক, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলী আকবর, উত্তর শাখার সাধারণ সম্পাদক হলাল উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক জনসাধারণ এবং সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply