
বিশেষ প্রতিবেদক, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে রহিম উল্লাহ নামের এক ব্যবসায়ীকে সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে “অকশন এসোসিয়েশন অফ বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন ব্যবসায়ীদের সভাপতি আব্দুল জব্বার।
শনিবার বিকেলে টেকনাফ প্রেস ক্লাবের সামনে শতশত নারী-পুরুষ ব্যবসায়ী রহিম উল্লাহ’র উপর হামলা কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হামলার স্বীকার রহিম উল্লাহ বলেন- আমি একজন ব্যবসায়ী ও নিলাম ডাককারি হয় দীর্ঘদিন ধরে টেকনাফ বাজারে সফলতার সাথে ব্যবসা করে আমি।
গত (১৬ নভেম্বর) এশার নামাজ শেষে বাড়ি ফিরার পথে টেকনাফ সদর ৪ নং ওয়ার্ড নতুন পল্লান পাড়ার চিহ্নিত সন্ত্রাসী সালামত উল্লাহ, ইয়াকুব, এনাম আমাকে পূর্ব পরিকল্পিত ভাবে দাঁড়ালো অস্ত্র-শস্ত্রে সরজিত হয়ে গতিরোধ করে কুপিয়ে নগদ টাকা -মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়। এবং আমাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অঙ্গে কুপিয়ে আঘাত করে। এই নির্মম হত্যার উদ্দেশ্যে হামলাকালীদের বিরুদ্ধে আমি থানায় মামলা দায়ের করেছি। আমি তাদের শাস্তি চাই। তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য সকল প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।
ব্যবসায়ী আব্দুল জব্বার বলেন- রহিম উল্লাহ একজন সফল ব্যবসায়ী হামলাকারী সন্ত্রাসী সালামত উল্লাহ, ইয়াকুব, এনাম তারা উভয়ে একই সমাজে পাশাপাশি বাড়িঘর। এটা বলার উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসীরা এমন বেপরোয়া হয়ে পড়েছে যে, সে তারা সমাজের লোকজনকে ছাড় দিচ্ছে না। পাশাপাশি তাদের অত্যাচার প্রতিবেশীরাও কেউ রেহাই পাচ্ছে না। ওই সন্ত্রাসীরা দিন দুপুরে যখনই সুযোগ পাই তাদের কর্মকার্য চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী গ্রুপ সালামত উল্লাহদের অত্যাচারে ঐ এলাকার সাধারণ প্রতিবেশীরা খুবই আতঙ্কে রয়েছে। এরকম ঘৃণিত কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন- অপরাধীরা ও সন্ত্রাসীরা যত বড় হোক না কে আমরা যদি প্রতিবাদ করি অসহায়দের পাশে ন দাঁড়াই, তারা পরবর্তীতে আরও অন্যায় করতে সুযোগ পাবে। প্রতিবাদ না করার কারণে আজকের এ অবস্থা। সে সাথে আমি আরো বলতে চাই, এরকম অপরাধ চলতে থাকলে মানুষ সমাজের বিচার ব্যবস্থার প্রতি আস্থা হীন হয়ে পড়বে।
তাই টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে সকল আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ সালামত উল্লাহ সহ তাদের সন্ত্রাসী গ্রুপের সকলকে দ্রুত গ্রেফতার সহ তাদের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি। অন্যতায় আমরা সকল ব্যবসায়ী ও জনসাধারণ মিলে আরো আন্দোলন যেতে বাধ্য থাকিব।
পাশাপাশি টেকনাফ পৌর শহরের উপরের বাজার নতুন ব্রীজে প্রতিনিয়ত জোয়ার আসর সহ চুরি -ছিনতাইকারীদের আটকের দাবি জানান।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার (ওসি) জায়েদ নুর বলেন – হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আটক করতে পুলিশের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।ছিদ্র তাদেরকে গ্রেফতার করা হবে। অপরাধীর যতবড় শক্তিশালি হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply