
সংবাদ বিজ্ঞপ্তি :
বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন—মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর । এই দিনটিকে স্মরণ করে ও এর তাৎপর্য তুলে ধরতে টেকনাফ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে টেকনাফ প্রেসক্লাবের হল রুমে টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে তা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকলের জন্য উন্মুক্তভাবে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সদস্য নাছির উদ্দীন রাজ এর সঞ্চালনায় ও ইব্রাহীম মাহমুদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য গিয়াস উদ্দিন ভুলু, আমান উল্লাহ কবির, জিয়াবুল হক, মোহাম্মদ জুবাইর। কর্মরত সাংবাদিক আরাফাত সানি, হাবিবুর রহমান, সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, শেখ রাসেল, সাইফুদ্দিন আল মোবারক, আব্দুল ওয়াজেদ আশরাফ, নোমান অরুপ, মিজানুর রহমান মিজান, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, এম এ হাছান, সাইফুল ইসলাম, নুরুল আলম, হোসাইন শরীফ, মোঃ তোফায়েল, মোহাম্মদ মালেক, ইউনুছ ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছৈয়দ হোছেন এর দুই ছেলে তরিকুল ইসলাম বকুল ও হোছাইনুল মোস্তফা (রায়হান)।
আলোচনা সভায় বক্তারা বলেন, “দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত আমাদের এই স্বাধীনতা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং স্বাধীনতার মূল চেতনাকে ধারণ করে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধকে সমুন্নত রেখে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়দীপ্ত অঙ্গীকার ব্যক্ত উপস্থিত সাংবাদিকবৃন্দ।
Leave a Reply