1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

টেকনাফে প্রধান শিক্ষক ইসমাঈলের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে

টেকনাাফ প্রতিনিধি,

কক্সবাজারে টেকনাফ সদরের মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈলের উপর হামলার প্রতিবাদে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুলাই) টেকনাফ সদরের লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপরে সকাল ১১ টার দিকে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মূছা, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার এম এ মনজুর,হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নাইক্ষ্যং খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন, লেদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, মারিশ বনিয়া স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ দৌলা,শাহপরীর দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, হাজী নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত, হোয়াইক্যং দারুদ তৌহিদ মাদ্রাসার সুপার মৌঃ মোহাম্মদ হোসেন, বাহারছড়া তাহফিমুল দাখিল মাদ্রাসার সুপার মৌঃ মোস্তাক আহমদ, মৌঃ ওসমান সরওয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, স্থানীয় মহিলা মেম্বার রানু আক্তার, সদর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শফিক আলম শকু সহ শত-শত স্কুলে শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈলের উপর হামলাকারিদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থার আওতায় আনার দাবি সহ ৭২ ঘন্টার ভিতরে আসামিদের আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের পাশাপাশি জেলার সকল শিক্ষা প্রতিষ্টার বন্ধ রাখার ঘোষণা দেন। এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত (১৫ জুলাই) মলকাবানু উচ্চ বিদ্যালয়ে প্রধান সড়কের প্রবেশের রাস্তা সংস্থার কাজে নিয়োজিত একটি বেসরকারী এনজিও সংস্থা (ESDO) এর কাজ চলছিল এ সময় রাস্তায় সিমেন্ট কম সহ নানা অনিয়ম কাজ চালিয়ে যাচ্ছিলেন টেকনাফ পৌর সভার অলিয়াবাদ এলাকার হোছেনের ছেলে সাদ্দাম হোসেন। কাজে অনিয়ম দেখতে পেয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলী জিন্নাহ ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল বাধা দিলে, টেকনাফ সদরের ২ নং ওয়ার্ড উত্তর রেঙ্গুলবিল একালার চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারি মৃত রফিক (প্রকাশ) সোনা মিয়ার দুই ছেলে জাহাঙ্গীর আলম (৩৩) ও হারুন (৩৫)। তাদের হাতে থাকা কাঠের বিড়ালি দিয়ে হত্যার উদেশ্যে মাথায় জোরে আঘাত করলে প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, একজন প্রধান শিক্ষকের হামলার বিষয় টি খুবই দুঃখজনক। আমরা অভিযোগ হাতে পেয়েছি হামলাকারিদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর