টেকনাফ ৭১ ডেস্ক,
আজ বিকেল সেন্টমার্টিন জেটির উপর থেকে বড়শি পেলে ধরে ফেললো ৬৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। সেন্টমার্টিন দ্বীপের পাওয়া যায় স্থানীয়দের ভাষায় মাছটির নাম ভোল কোরাল বলা হয়,মাছটি ধরেছে আব্দু রহমান, মাছটির প্রতি কেজি বিক্রি হলো এক হাজার টাকা করে।।
Leave a Reply