কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ
টেকনাফ উপজেলা ও পৌরসভায় মোবাইল সার্ভিস’র নামে গজে উঠছে অসংখ্য দোকান ও দোকান সামনে ছোট টেবিল নিয়ে বসে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
এসমস্ত টেকনিশিয়ানদের নেই কোন প্রতিষ্ঠানিক অভিজ্ঞতা বা প্রশিক্ষণ। ফলে সাধারণ কাস্টমারেরা তাদের কাছ থেকে মোবাইল মেরামত করে বাড়ি পর্যন্ত পৌঁছার আগেই মোবাইল নষ্ট হয়ে পড়ে। নষ্ট হয়ে যায় পুরো মোবাইলের সকল যন্ত্রাংশ। এই ভূইঁফোড় মোবাইল মেরামতকারি টেকনিশিয়ানদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে টেকনাফ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান অভিযান করা প্রয়োজন বলে ভুক্তভোগী লোকজনেরা জানান।
Leave a Reply