নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্পের উত্তর পাশের ব্রিজের কাছে
কভার ভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ তে ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী র একজন মারাগেছে এবং অপর এক জন ঘোরতর আহত হয়েছে। শনিবার সন্ধায় (১৪ অগাস্ট) এ ঘটনা ঘটে। নিহত আব্বাস উদ্দীন (৪০) রংগীখালী ০৭নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ হোছনের পুত্র। অপর আহত নুরুল কবির লেদা এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে ও নুরুল হুদা মেম্বারের ভাই বলে জানাগেছে।
স্থানিয়রা বলেন, অদ্য লেদা ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল হুদার চাচা মৃত্যু বরণ করলে তাহার জানাযা শেষে বাড়ি ফেরার পথে লেদা ব্রিজের পাশে কভার ভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থল হতে এলাকা বাসী তাদের দুই জনকে আহত ও নিহত অবস্থায় উদ্ধার করে। আহত নুরুল কবির কে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পরিবারের দায়িত্বে নিয়েগেছে। নিহত আব্বাস কে বাড়িতে নিয়ে গেছেন বলে জানিয়েছে স্বজনেরা।
বিস্তারিত আসছে….
Leave a Reply