নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর ( সোমবার) উপজেলা মিলনায়তনে সকালে কোরআন তেলাওয়াত, শেখ রাশেলের প্রতিকৃিততে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদ শেখ রাসেলের আত্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, অবুঝ শিশু শেখ রাসেল কে যারা হত্যা করেছে তারা অমানুষ, তাদের কারো যদি নুন্যতম মানুষত্বও থাকথ তাহলে এই নির্মম হত্যাকাণ্ড ঘটতে পারত না ।
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) এরফানুল হক চৌধুরী সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply