নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই জমজ কে আটক করেছে। উদ্ধার করা হয়েছে ৪০০০ হাজার পিস মরণ নেশা ইয়াবা। ১৯ অক্টোবর (মঙ্গলবার) গভীর রাতে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন ৫নং বাহার ছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার রুহুল আমিন এর পুত্র জমজ পুত্র মোহাম্মদ হাসান(২৭) মোহাম্মদ হোছন (২৭)।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান গণমাধ্যম কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
বাহার ছড়া এলাকার বড় ডেইল আলম এর পানের বরজের পার্শ্বে দুই জমজ কিছু ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই শফিউল আলম এর সঙ্গীয় ফোর্স অভিযানে গেলে কৌশলে দাড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে পুলিশ। পরে তাদের কাপড়ের কোছা হতে ৪০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
আটক কৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply