নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফে উপজেলা এনজিও এফআইভিডিবি সংস্থা উদ্যোগে কতৃর্ক দূর্যোগ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ (অক্টোবর)সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহারা আক্তার মিলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসান আহমদ চৌধুরী, রাম চন্দ্র দাস,আমিনুল কাইয়ুম ও মহিউদ্দিন সর্দার, এসময় বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply