নাছির উদ্দীন রাজ, আরাফাত সানি, টেকনাফ
কক্সবাজার টেকনাফে মডেল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ পালিত হয়েছে। ৩০ অক্টোবর (শনিবার) সকালে থানা ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত শুরু হয়। টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও টেকনাফ সরকারি কলেজের সহকারি অধ্যাপক (প্রদার্থ বিজ্ঞান) সন্তোষ কুমার শীলের পরিচালনায়, অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার (ওসি তদন্ত) আব্দুল আলিম।
বক্তব্য রাখেন, টেকনাফ ট্রাফিক পুলিশ ইনচার্জ ফারুক আল মামুন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ জহির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ৭১ এর সভাপতি সাইফুদ্দিন খালেদ।সাইফুল্লাহ কোম্পানি, নজরুল ইসলাম খোকন, রেজাউল করিম, মীর আহাম্মদ, আজিজুল হক, সুলতান মাহমুদ সহ অনেকেই।
সভাপতির বক্তব্যে ওসি হাফিজুর বলেন,
টেকনাফে কমিউনিটি পুলিশ কে সাথে নিয়ে আগামীতে সকলের সহযোগিতা একটি ওয়ার্ড হলেও মাদক মুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিতে চাই।
উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, শুরু আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
Leave a Reply